ভার্চুয়াল পদ্ধতি বাতিল করে আদালতের নিয়মিত কার্যক্রম চালুর দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছেন একদল আইনজীবী। সাধারণ আইনজীবীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রোববার (৩১ মে) বেলা ১১টায় প্রথমে দাবির স্বপক্ষে স্বাক্ষরতা অভিযান শুরু হয়। এরপর বেলা ১২টার দিকে নিয়মিত আদালত চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা আইনজীবী সমিতি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এবং সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতের সামনে গিয়ে বিক্ষোভ শেষ হয়। এ সময় আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর দাবিতে ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বিক্ষোভে অংশ নেয়া ঢাকা আইনজীবী সমিতির দফতর সম্পাদক অ্যাডভোকেট এইচএম মাসুম বাংলানিউজকে বলেন, প্রথম দিনে বেলা ১১টা থেকে এক ঘণ্টা স্বাক্ষরতা অভিযান চালানো হয়। এ সময় তিনশ জনের মতো আইনজীবী দাবির স্বপক্ষে স্বাক্ষর করেন। এরপর সাধারণ আইনজীবীদের উদ্যোগে বিক্ষোভ হয়। বারের কমিটিতে থাকলেও সাধারণ আইনজীবী হিসেবে আমরা দাবির স্বপক্ষে কয়েকজন বিক্ষোভে অংশ নিই। এখন থেকে নিয়মিত এই স্বাক্ষর সংগ্রহ চলবে বলেও জানান তিনি।