যদি বন্ধু হও হাতটা বাড়াও

চ্যানেল আই প্রকাশিত: ৩১ মে ২০২০, ২১:৪৮

বন্ধুর এমন মধুর আহবান উপেক্ষা করেছে কে কবে ? পৃথিবীতে যত সম্পর্ক আছে তার মধ্যে সবচেয়ে মধুর, আবেগের এবং একইসাথে জটিল একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। এ হচ্ছে আত্মার শক্তিশালী বন্ধন যার সাথে জড়িয়ে আছে আবেগ,ভালোবাসা এবং ভরসা। বন্ধুহীন জীবন অনেকটা পালহীন নৌকার মতো। বন্ধুত্বের সম্পর্ককে সংজ্ঞায়ন করতে এপিজে আবদুল কালাম বলেছেন, “একটি বই একশটি বন্ধুর সমান। কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান”। বন্ধু আমাদের মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে । এটা এমন এক সম্পর্ক যার কাছে নিজেকে মেলে ধরা যায় নিখুঁতভাবে । একজন অন্যজনের ভাল, মন্দ, দোষ সবটা জেনেই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে।চার্লস ল্যাম্ব বলেছেন “একজন সত্যিকারের বন্ধু কখনোই বন্ধুর আচরণে ক্ষুদ্ধ হয়না”। বন্ধুত্ব আমাদের বিশ্বাস করতে শেখায় । পরিবারের বাবা মাকেও যে কথাটি বলা যায়না বন্ধুকে বলে দেয়া যায় অনায়েসে। জীবনের নানা দুঃসময়ে বন্ধুই আমাদের পাশে থাকে। মন খারাপ? বন্ধুর সাথে কফিশপে অথবা চঙয়ের দোকানে চা খেয়েই অশান্ত মনটি চাঙা হয়ে যায় বেশ খানিকটা । জীবনে বন্ধু না থাকলে ‘বন্ধুর’ পথ চলাটা সহজ হতোনা মোটেও । প্রাণ খুলে কাঁদতে চান ? বন্ধুর কাঁধ তো রয়েছেই, নিজের সকল আবেগগুলো ঢেলে দিন না বন্ধুর বুকেই। সে ভ্রু কুঁচকাবেনা মোটেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us