ডা. মীরজাদী সে‌ব্রিনা ফ্লোরার নামে ভুয়া ফেসবুক আইডি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২১:৩০

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সে‌ব্রিনা ফ্লোরার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এ ছাড়া তার নামের কাছাকাছি নাম দিয়ে আরও বেশ কয়েকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। তার ছবি ব্যবহার করে এসব আইডিতে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

রোববার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধ্যাপক ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন কর্মকাণ্ডের মাধ্যমে আইইডিসিআরের তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আইইডিসিআর ইতোমধ্যেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

এসব ভুয়া আইডি থেকে দেয়া পোস্টে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়ে ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা বলেন, ফেসবুকের মাধ্যমে আমি কখনও এ ধরনের প্রচার-প্রচারণা চালাই না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর কিংবা ডা. মীরজা‌দী সে‌ব্রিনা ফ্লোরা বহন করবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us