দেশের নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার সিলেট শিক্ষা বোর্ডে। সিলেট বোর্ড থেকে এবার পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ২৬৩ জন।
তবে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এ সিলেট বোর্ডে এগিয়ে রয়েছে মেয়েরা। এবারের পরীক্ষায় ৭৯ দশমিক ২৩ শতাংশ ছেলে পাস করেছে। অপরদিকে মেয়েদের পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এদিকে দেশের অন্য বোর্ডের চেয়ে সিলেটে পাশের হার অনেক কম থাকায় অভিভাবক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট শিক্ষাবোর্ডে এ বছর মোট ৯১২ টি শিক্ষা প্রতিষ্টানের পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৬ হাজার ৪০৭ জন। যার মধ্যে ৬৪ হাজার ৪৩৪ জন ছাত্রী ও ৪৯ হাজার ৯৭৩ জন ছাত্র। মোট পাশ করা শিক্ষার্থীদের সংখ্যায় এগিয়ে মেয়েরা। মোট পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।