রাণীনগরে আরো ১ জনের করোনা শনাক্ত

নয়া দিগন্ত প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৮:৪২

নওগাঁর রাণীনগরে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজন শনাক্ত হয়েছে। এর আগে আক্রান্ত ১৮ জন সুস্থ্য হবার পর ফের একজন নতুন করে শনাক্ত হলো। রাণীনগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতে খারুল আলম খাঁন জানান, নওগাঁ জেলার মধ্যে প্রথম করোনা শনাক্ত হয় রাণীনগর হাসপাতালের একজন নার্স।

এরপর ধীরে ধীরে ঢাকা ও নারায়নগঞ্জ ফেরৎ কয়েকজনের করোনা শনাক্ত হয়। তাদের সংস্পর্শে আসামাত্র ৬ দিনের শিশু এবং হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়িচালকসহ সংখ্যা বেড়ে ১৮ জনে পৌছায়। হোম আইসোলেসনে থেকে নিবিড় চিকিৎসায় এক এক করে সবাই সুস্থ্য হয়ে ওঠে।

এরমধ্যে সন্দেহভাজন কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। প্রায় ১৫ দিন পর নতুন করে ২৬ বছর বয়সি হাসপাতালের এক সিনিয়র নার্সের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শনিবার রাতে ল্যাব থেকে পাঠানো এই রিপোর্ট হাতে আসে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us