‘গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো সরকারের হটকারী সিদ্ধান্ত’
প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৮:২৫
করোনা ভাইরাস পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বিবেচনায় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো অযৌক্তিক ও হটকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো. ফারুক রহমান বলেছেন, সরকারের অযৌক্তিক ও হটকারী সিদ্ধান্তের মাশুল গুনতে বাধ্য হবে সাধারণ মানুষ। এর মধ্য দিয়ে নতুন করে আরেক দফায় পরিবহন সেক্টরে নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতার পথ সুগম হলো।
রোববার (৩১ মে) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক আমান উল্লাহ মহব্বত স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতারা বলেন, করোনা মহামারিতে কর্মহীন ও বেকার হয়ে সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে সরকার পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের দুর্দশাকে আরেক দফায় বাড়িয়ে দিয়েছে।
নেতারা আরও বলেন, বাস মালিকরা ভাড়া বাড়ানোর কৌশল হিসেবে সরকারের প্রস্তাব অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। কিন্তু ভাড়া বাড়ানোর গেজেট প্রকাশের পরই মালিকরা এ শর্ত বেমালুম ভুলে যাবেন। এছাড়া নগর পরিবহন বাসে তো এ নিয়ম মানাই হবে না।