দিনাজপুর শিক্ষাবোর্ডে পাস করেনি ৩৩ হাজার শিক্ষার্থী

বার্তা২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৪:২৫

গতবছরের তুলনায় এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। এ বছর ১ লাখ ৯১ হাজার ৮২১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫ জন। পাস করেনি এমন শিক্ষার্থী ৩৩ হাজার ১৩৬ জন।

রোববার (৩১ মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান। বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এই শিক্ষাবোর্ড এ বছর গড় পাসের হার ৮২.৭৩ শতাংশ। যা গতবার ছিল ৮৪.১০ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এবছর দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে কমেছে পাসের হার। কমেছে শতভাগ পাস করা স্কুলের সংখ্যাও। তবে জিপিএ-৫ বেড়েছে।

তিনি আরও জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার ৩৩ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেনি। যারা ফেল করেছে তাদের মধ্যে অধিকাংশ গণিতে ফেল করেছে। স্কুলগুলোতে মাস্টার ট্রেইনার শিক্ষকের অভাবে এই ফল বিপর্যয় হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us