এক সময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার এখন কোথায়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৩:৪২

নব্বইয়ের দশকে টেলিভিশনেও তমালিকা কর্মকার নিয়মিত মুখ ছিলেন। মনোমুগ্ধকর অভিনয় কিংবা মডেলিংয়ের গুণে তারা পৌঁছে গিয়েছিলেন দর্শকদের হৃদয়ে। কাজ করেছেন অসংখ্য নাটকে। টেলিভিশন খুললেই তাদের দেখা যেত নিয়মিত। ‘কিত্তন খোলা’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

এই দশকে খুব একটা অভিনয়ে দেখা যায়নি তাকে সাধারণ মানুষ তাদের আজও মনে রেখেছেন। তমালিকা কর্মকারের অভিনয় জীবন শুরু হয় মঞ্চ দিয়ে। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদলের ‘পাথর’ তার অভিনীত প্রথম নাটক। মামুনুর রশীদের লেখা এ নাটকটি নির্দেশনা দেন আজিজুল হাকিম। শুরুটা মঞ্চ দিয়ে হলেও টিভি নাটক আর চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তমালিকা।

‘রাঢ়াঙ’র শ্যামলী, ‘ময়ূর সিংহাসন’র কৃষ্ণা এবং ‘বিদ্যাসাগর’র রাধা চরিত্রগুলোর জন্য তিনি দর্শকের কাছে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। নব্বইয়ের দশকে নিয়মতি অভিনয় করলেও এই দশকের শুরু থেকেই তাকে টিভিতে খুব একটা দেখা যায়নি। তবে মঞ্চে ছিলেন নিয়মিত। ২০১৮ সালে তমালিকা হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে যান। যাওয়ার সময় বলেছিলেন, সেখানেই স্থায়ী হবেন তিনি। ভক্তদের ধারণা ছিল, তাদের প্রিয় অভিনেত্রী বোধহয় আর কখনো দেশে ফিরবেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us