পৃথিবীবিখ্যাত তাজমহলের মার্বেল পাথরে তৈরি রেলিং ভেঙে গেছে ২৯ মের ঝড়ে। শুক্রবার রাতে দেশটির ঐতিহাসিক এ নগরীর ওপর দিয়ে বয়ে যায় ১২৪ কিলোমিটার বেগের ঝড়। সে রাতের ঝড়েই তাজমহলের মার্বেলের রেলিং ভেঙে পড়ে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত এ স্থাপনার কাঠের তৈরি মূল ফটকও৷
শনিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত তাজমহল সংস্কার করতে গিয়ে এমন ক্ষয়ক্ষতি দেখতে পান কর্মকর্তারা। খবর এনডিটিভির।
শুক্রবারের ঝড়ে আগ্রায় অন্তত তিন জনের মৃত্যুর সংবাদও পাওয়া গেছে৷ এক ঘণ্টারও কম সময়ের এই ঝড় তীব্র গতিতে বয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা৷ এ গতির ঝড়েই বহু ক্ষয়ক্ষতি হয় শহরটিতে।ঝড়ে তাজমহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান গম্বুজের মার্বেল রেলিং। রেলিং থেকে পাথর পড়ে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এ স্থাপনাটির পূর্ব এবং পশ্চিম গেটে পর্যটকদের সুবিধার জন্য তৈরি করা শেডের ফলস্ সিলিং উপড়ে গেছে। এছাড়া কমপ্লেক্সটির ভেতরে বহু গাছ ভেঙে পড়েছে।