ঝড়ে উড়ে গেছে তাজমহলের মার্বেল রেলিং

সমকাল প্রকাশিত: ৩১ মে ২০২০, ১২:৫২

পৃথিবীবিখ্যাত তাজমহলের মার্বেল পাথরে তৈরি রেলিং ভেঙে গেছে ২৯ মের ঝড়ে। শুক্রবার রাতে দেশটির ঐতিহাসিক এ নগরীর ওপর দিয়ে বয়ে যায় ১২৪ কিলোমিটার বেগের ঝড়। সে রাতের ঝড়েই তাজমহলের মার্বেলের রেলিং ভেঙে পড়ে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিখ্যাত এ স্থাপনার কাঠের তৈরি মূল ফটকও৷

শনিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত তাজমহল সংস্কার করতে গিয়ে এমন ক্ষয়ক্ষতি দেখতে পান কর্মকর্তারা। খবর এনডিটিভির।

শুক্রবারের ঝড়ে আগ্রায় অন্তত তিন জনের মৃত্যুর সংবাদও পাওয়া গেছে৷ এক ঘণ্টারও কম সময়ের এই ঝড় তীব্র গতিতে বয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা৷ এ গতির ঝড়েই বহু ক্ষয়ক্ষতি হয় শহরটিতে।ঝড়ে তাজমহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান গম্বুজের মার্বেল রেলিং। রেলিং থেকে পাথর পড়ে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এ স্থাপনাটির পূর্ব এবং পশ্চিম গেটে পর্যটকদের সুবিধার জন্য তৈরি করা শেডের ফলস্ সিলিং উপড়ে গেছে। এছাড়া কমপ্লেক্সটির ভেতরে বহু গাছ ভেঙে পড়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us