বগুড়ায় করোনা শনাক্তের সংখ্যা ৩০০ ছাড়াল

প্রথম আলো প্রকাশিত: ৩১ মে ২০২০, ১০:২৪

বগুড়ায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা তিন শ ছাড়িয়ে হয়েছে ৩২২। গতকাল শনিবার নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয়জন নারী।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৯ জনের করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে বগুড়া শহরের ২০ জন, শাজাহানপুর উপজেলার দুজন, শেরপুর উপজেলার তিনজন, ধুনট উপজেলার দুজন এবং দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার একজন করে আছেন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, গতকাল পর্যন্ত জেলায় ৬ হাজার ৭০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ২৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩২২ জনের। এর মধ্যে ৩০ জন পুলিশ, ১৩ জন কারারক্ষী এবং ২০ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের ৯০ শতাংশই আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। বাকি ১০ শতাংশ ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বগুড়ায় ফেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us