যে হত্যায় কেঁপে উঠল ইরান, আওয়াজ উঠেছে নারী নিরাপত্তার
প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৭:১৯
একটি হত্যা ঝড় তুলেছে পুরো ইরানজুড়ে। একজনকে ভালোবাসার অপরাধে ১৪ বছরের বালিকা রমিনা আশরাফিকে হত্যা করেছে তার বাবা! এ ঘটনায় স্তব্ধ ইরানের জনগণ। অনার কিলিংয়ের নামে এমন হত্যা বন্ধে কঠোর আইনের দাবি উঠেছে।
ইরানের বর্তমান আইন অনুযায়ী, অনার কিলিংয়ে বা কোনো ব্যক্তি যদি তার মেয়েকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন তাহলে তাকে ৩ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেয়ার নিয়ম রয়েছে সেখানে। যদিও অন্যান্য খুনের ক্ষেত্রে সাধারণত অর্থ বা মৃত্যুদণ্ড দেয়া হয়। সে কারণেই আইন পরিবর্তনের দাবিতে আওয়াজ উঠেছে সর্বস্তর থেকে। রমিনা আশরাফিকে হত্যার দায়ে গত ২৬ মে তার বাবাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি হ্যাশট্যাগে রমিনা আশরাফি ব্যবহার করে নিন্দা জানানো হয়েছে। এসব টুইটে এ হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়। আজাদেখত নামে একজন টুইট করেন, ‘বস্তাপঁচা ঐতিহ্য আর সংস্কৃতির কারণেই রমিনাদের মতো মেয়েদের জীবন দিতে হচ্ছে।’ ফাতেমে সুসারি নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী টুইট করেন, ‘ইরানের লাখ লাখ নারীর কণ্ঠস্বর আশরাফি’।