সাফারি পার্কে কমন ইলান্ড ও জেব্রা পরিবারে নতুন অতিথি

বার্তা২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৭:২৪

বঙ্গবন্ধু সাফারি পার্কে ‘কমন ইলান্ড’ ও জেব্রা পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। করোনা মহামারির মধ্যে আগত নতুন দুই অতিথি সুস্থ রয়েছে বলে জানিয়েছে পার্ক সূত্র।

আফ্রিকান প্রাণী কমন ইলান্ড বাচ্চা জন্ম দিয়েছে গত ১৮ মে। এটি কমন ইলান্ড পরিবারের দ্বিতীয় অতিথি। ২০১৫ সালে বাংলাদেশে আসার পর প্রথম বাচ্চা প্রসব করে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম এন্টিলোপ জাতের এই প্রাণিটি তৃণভোজি। এদের গর্ভকাল সময় হচ্ছে ৯ মাস। একবারে একটি মাত্র বাচ্চা প্রসব করে।

পুরুষ কমন ইলান্ড ওজনে ৪শ’ থেকে সাড়ে ৮শ’ কেজি, স্ত্রী কমন ইলান্ড ২শ’ ৮০ কেজি থেকে ৫শ’ কেজি হয়। তিন থেকে সাড়ে তিন বছরে গর্ভধারণ করে। নারী-পুরুষ উভয়ের খুব মজবুত শিং ওঠে, প্রাণীগুলো ১৫ থেকে ২০ বছর বাঁচে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us