করোনার এমন দুর্যোগে বিএনপির অবস্থান কী?

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:৩০

সমসাময়িক সময়ে করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারি রূপে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। বিশ্বের প্রায় সব দেশের মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন। উন্নত দেশগুলোতে করোনার তাণ্ডবে কয়েক লাখ প্রাণহানি ঘটেছে। বিশ্বের প্রায় সকল উন্নত রাষ্ট্রই করোনাভাইরাসের প্রকোপে রীতিমত হিমশিম খাচ্ছে, অসহায় আত্মসমর্পণ করেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, একমাত্র আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার নাই, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপে কন্তের ভাষণও একইরকম। এমতাবস্থায় প্রায় আড়াই মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে।

বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়ছে। দেশের এই প্রেক্ষাপটে দল-মত নির্বিশেষে জনগণের পাশে সব রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। তবে এক্ষেত্রে বিএনপির কোন সাড়া তো নেই-ই, বরং তারা সরকারের নানা রকম সমালোচনায় ব্যস্ত রয়েছে। দেশের এই ক্রান্তিকালে এটি সত্যিই অত্যন্ত পরিতাপের বিষয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us