ফোর্বসের একশ' সর্বোচ্চ আয়ের অ্যাথলেটসের তালিকায় কোহলি

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৬:০০

একমাত্র ক্রিকেটার হিসেবে ফোর্বসের সর্বোচ্চ আয়ের একশ' অ্যাথলেটসের মধ্যে আছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত দুই বছরও ফোবর্সের ওই তালিকায় নাম ছিল কোহলির। তবে এবার তালিকায় বেশ ওপরে উঠেছেন বিশ্ব ক্রিকেটার বড় এই বিজ্ঞাপন।

বিরাট কোহলির বার্ষিক আয় ২৬ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত ও বিজ্ঞাপন থেকে তিনি আয় করেন ২৪ মিলিয়ন ইউরো। বাকি দুই মিলিয়ন ইউরো বছরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বেতন, ভাতা ও লিগ খেলে আয় করেন তিনি।ফোর্বসের সর্বোচ্চ আয়ের একশ' অ্যাথলেটসের তালিকায় এবার কোহলির জায়গা হয়েছে ৬৬তে।

গত বছর কোহলি ছিলেন একশ' তম অবস্থানে। তবে ২০১৮ সালে সর্বোচ্চ আয়ের দিক থেকে তার অবস্থান ছিল ৮৩তে।প্রথমবারের মতো ফোবর্সের সর্বোচ্চ আয় করা অ্যাথলেটস হয়েছেন কোন টেনিস তারকা। সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার আছেন আয়ে শীর্ষে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us