জরুরি অবস্থা প্রত্যাহারের পর জাপানে ফের বেড়েছে সংক্রমণ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৫:৫৭

করোনার সংক্রমণ কমতে শুরু করায় জাপান সম্প্রতি দেশজুড়ে জারি জরুরি অবস্থা প্রত্যাহার করে। তারপর টানা চারদিন সেখানে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায় জানিয়েছে, শুক্রবার নতুন করে ৭৫ জন আক্রান্ত ছাড়াও আরও ১২ জন মারা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এ নিয়ে দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫১৬ জনে। এছাড়া ৮৯৯ জন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি মারা গেছে। তবে এরমধ্যে নোঙ্গর থাকা প্রমোদতরীতে আক্রান্ত ৭১২ এবং সেখানে মৃত্যু হয়েছে ১৩ জনের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কিতিয়াকিউসু শহরে শুক্রবার নতুন করে ২৬ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সেখানকার হাসপাতাল ও কেয়ার হোমে বয়োজেষ্ঠদের মধ্যে গুচ্ছভিত্তিক সংক্রমণ শুরু হয়েছে। বিগত সপ্তাহে ওই শহরে ৬৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us