দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের সিদ্ধান্ত অনুসরণ করছে : নৌ প্রতিমন্ত্রী
প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৫:২৫
দেশের ৯৫ ভাগ মানুষ সরকারের সিদ্ধান্ত অনুসরণ করছে বলে মনে করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ফেরিঘাটের এক হাজার, দুই হাজার বা পাঁচ হাজার মানুষ দেখে বাংলাদেশকে মূল্যায়ন করা যাবে না।’
করোনা পরিস্থিতি নিয়ে আজ শনিবার দিনাজপুরের বিরল উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ কার্যক্রমে জড়িত সংশ্লিষ্টদের সতর্কতার পরামর্শ দিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘তালিকার কোনো নাম যেন বাদ না যায়। বর্তমানে দেশের কানেক্টিভিটি এত স্ট্রং, ফাঁকি দেওয়ার সুযোগ নেই।’