করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যার হিসেবে চীনকে ছাড়িয়েছে স্পেন। এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেনে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১২১ জন। আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন। ২৯ মে নতুন আক্রান্ত হয়েছে ১৮৭ জন, যা আগের দিনের (২৮ মে) আক্রান্তের সংখ্যা ৩ শতাংশ বেশি। আগের দুইদিন ২৮ ও ২৭ মে আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন ও ২৩১ জন।
করোনা মহামারিতে স্পেনে যত মানুষ মৃত্যুবরণ করেছেন তার ৯৫ শতাংশ বৃদ্ধ। তাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে।