করোনা রোধে সুইডেন মডেলের দিকে ঝুঁকছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৪:৩৫

রাজ্যে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রখ্যাত ডাক্তার দিপতেন্দ্র সরকার মনে করছেন, মহামারির বিস্তার রোধে কোভিড-১৯ পরীক্ষার হার বাড়িয়ে দিয়ে এবার সুইডেন কিংবা তাইওয়ান মডেল অনুসরণ করতে যাচ্ছে সরকার।

রাষ্ট্র পরিচালিত এসএসকেএম হাসপাতালের চিকিৎসক দিপতেন্দ্র বললেন, ভারতে লকডাউন চলছে প্রায় ৭০ দিন ধরে এবং এই রোগ মোকাবিলায় এখন ধীরে ধীরে কড়াকড়ি তুলে দেওয়ার সময় হয়েছে। তিনি বলেছেন, ‘আমি মনে করি তারা মডেলের দিকে ঝুঁকছে, এখন পর্যন্ত তারা লকডাউনের মধ্যে দিয়ে গেছে।’

উহানে ৭২ দিনের লকডাউনের কথা উল্লেখ করে দিপতেন্দ্র বলেছেন, ৬০ থেকে ৭০ দিনের লকডাউন সংক্রমণ স্বাভাবিকভাবে কমিয়ে দেয়। সুইডেন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে অনুসরণ করলে সাফল্য মিলবে বললেন তিনি, ‘সুইডেন মডেল কিংবা তাইওয়ান কিংবা দক্ষিণ কোরিয়া যেটা করেছে, লকডাউনের পরিবর্তে তারা পরীক্ষায় জোর দিয়েছে এবং ঝুঁকিতে থাকা জনগণকে আলাদা করে রেখেছিল। তারা সমান সফলতা পেয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us