যে কারণে সিনেমায় দেখা নেই শবনম ফারিয়ার

বার্তা২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৪:১৮

বার্তা২৪.কম: ‘দেবী’র পর সিনেমায় কেন দেখা নেই শবনম ফারিয়ার?

শবনম ফারিয়া: সেরকম কোনো গল্প পাইনি। তেমন কোনো পরিচালক আমার সাথে যোগাযোগ করেনি যে ধরনের গল্পে আমি কাজ করতে চাই। দেবী’র পরে তো অডিয়েন্সের প্রত্যাশা ছিল একটু বেশিই; যেহেতু ‘দেবী’ একটি ভালো এবং সফল সিনেমার খ্যাতি পেয়েছিল, দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো। খুব ভালো গল্প বা ভালো কোনো ডিরেক্টরের কোনো সিনেমা যদি আমার কাছে না আসে তাহলে আমার কাজ করার ইচ্ছা নেই। আমি যদি জীবনে ৫টাও সিনেমা করি তাহলে আমি চাইবো খুব ভালো ৫টা সিনেমা করতে। হয়তো আমি নাটক অনেক করবো কারণ নাটক হচ্ছে আমার পেশার জায়গা। সেখানে আমার অর্থনৈতিক ব্যাপারও জড়িত। কিন্তু সিনেমা একদমই মন থেকে করি। সিনেমা একটি মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা যেহেতু বলি যে টেলিভিশন মিডিয়া হচ্ছে ইরেজ মিডিয়া কিন্তু সিনেমা তো তা না, সিনেমা মানুষকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর। তাই আমি চাই এরকম সিনেমাই আমাকে বাঁচিয়ে রাখুক যেটা ১০০ বছর পরে দেখলেও মানুষের ভালো লাগবে।

বার্তা২৪: করোনা পরবর্তী পৃথিবীতে কি প্রত্যাশা থাকবে?

শবনম ফারিয়া: আমরা একে অপরকে সহযোগিতা করবো যাতে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে পারি। একজন পিছিয়ে থাকবে আর অন্যজন এগিয়ে যাবে এটা যেনো না হয়। এখন আমাদের সকলের অবস্থাই খারাপ। তাই আমরা যারা একটু ভালো অবস্থায় আছি আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আমাদের চেয়ে খারাপ অবস্থায় আছে তাদেরকে সামনে এগিয়ে নিতে। এছাড়া আমাদেরকে আগের চেয়ে দ্বিগুণ কাজ করতে হবে। আমাদের পরিশ্রম আরও বেশি করতে হবে যাতে আমরা এ ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারি। তাই এটিকে একটি পরীক্ষা হিসেবে নিতে হবে; যাতে পরবর্তী সময়ে যদি এরকম কোনো কিছু হয় তাহলে যাতে আমাদের কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us