বিতর্কিত টেস্ট অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন ওয়াহাব রিয়াজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৪:২৭

টাকার লোভে দেশের কথা ভাবেননি! মোহাম্মদ আমির আর ওয়াহাব রিয়াজ টেস্ট থেকে সরে যাওয়ার পর এমন সমালোচনা চলছেই। অনেকেই মনে করেন, লিগ ক্রিকেট থেকে অধিক আয়ের কথা মাথায় নিয়েই কঠিন টেস্ট ফরমেটকে দূরে ঠেলে দিয়েছেন তারা। আমিরের কাছ থেকে একটু সার্ভিস পাবে বলেই না নিষেধাজ্ঞার পর তাকে তাড়াহুড়ো করে দলে ভিড়িয়েছিল পাকিস্তান। কিন্তু গত বছর মাত্র ২৭-এ দাঁড়িয়ে থাকা আমির জানিয়ে দেন, আর টেস্ট খেলবেন না। এর কিছুদিন পর টেস্ট ছাড়ার ঘোষণা দেন আরেক অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও।

অল্প সময়ের ব্যবধানে তাদের দুজনকে হারিয়ে বেশ বিপদেই পড়েছে পাকিস্তান দল। সেই ঝাল মেটাতেই যেন সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে এই যুগলকে। প্রধান নির্বাচক কাম কোচ মিসবাহ উল হক তো পরিষ্কার করে জানিয়েই দেন, টেস্ট যেহেতু খেলবেন না তাদের চুক্তিতে থাকারও দরকার নেই। ওয়াহাব-আমিরদের মাথার ওপর এখন পাহাড়সমান দোষের ভার। সবাই ধরেই নিয়েছেন, টাকার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন তারা। তবে ওয়াহাব রিয়াজ এমনটা মানতে নারাজ। কেন্দ্রীয় চুক্তি নিয়েও মাথাব্যথা নেই তার।

৩৪ বছর বয়সী এই পেসার বলেন, ‘একটা ভুল ধারণা ছড়িয়েছে যে, আমরা লাল বলের ক্রিকেট ছেড়েছি লিগ থেকে টাকা আয় করার জন্য। ব্যাপারটা এমন নয়। আমরা সবসময়ই পাকিস্তানের হয়ে খেলাটাকে আগে দেখি, তাই আমাদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো উচিত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us