নিশ্চিত করে কেউ-ই বলতে পারছে না কোন মাসে বাজারে আসবে আইফোন ১২। অ্যাপলও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে এ নিয়ে গুঞ্জনের শেষ নেই! কোয়েন ইনভেস্টমেন্ট ব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে আইফোন ১২ সিরিজ নির্দিষ্ট সময়ে আসছে না।
এটি অন্তত দুই মাস দুই মাস পিছিয়ে নভেম্বরে লঞ্চ হতে পারে। আবার অনেকে ধারণা করছেন, চলতি বছরে নতুন আইফোন নাও আসতে পারে। করোনাভাইরাসের জেরে অনেক প্রতিষ্ঠানেরই উৎপাদনে ভাটা পড়েছে। অ্যাপলেরও অনেক বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কর্মীরাও বাসা থেকে কাজ করছেন।
যে কারণে ভালোভাবে অগ্রীম কিছু বলতে পারছে না অ্যাপল বিশ্লেষকরাও। প্রথমবারের মতো আইফোনে ফাইভজি সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল।