স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে 'স্মার্ট চশমা'

প্রথম আলো প্রকাশিত: ৩০ মে ২০২০, ১১:১৫

স্মার্ট চশমা এখন আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনীর বিষয় নয়।গবেষকেরা সম্প্রতি স্মার্ট ইলেকট্রনিক গ্লাস (ই-গ্লাস) তৈরি করেছেন, যা কোনো ব‌্যক্তির মস্তিষ্কের তরঙ্গ ও শরীরের নড়াচড়া শনাক্ত করতে পারবে। এর পাশাপাশি একই চশমা দিয়ে চোখের নড়াচড়ার মাধ‌্যমে ভিডিও গেম নিয়ন্ত্রণ করা যাবে।

আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়। 'এসিএস অ‌্যাপ্লায়েড ম‌্যাটেরিয়াস অ‌্যান্ড ইন্টারফেসেস' সাময়িকীতে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। মস্তিষ্ক বা চোখ থেকে বৈদ্যুতিক সংকেত পরিমাপকারী ডিভাইসটি মৃগী রোগ এবং ঘুমের সমস‌্যা শনাক্ত করার পাশাপাশি হিউম‌্যান-মেশিন ইন্টারফেসগুলোতে কম্পিউটার নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে এই পরিমাপ পেতে ত্বক এবং সেন্সরের মধ্যে একটি স্থির শারীরিক যোগাযোগ প্রয়োজন, যা অনমনীয় ডিভাইসগুলোতে পাওয়া কঠিন।

কোরিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল নরম, পরিবাহী ইলেকট্রোডকে ই-চশমায় যুক্ত করেন, যা তারবিহীন উপায়ে মস্তিষ্ক এবং চোখের সংকেতকে পর্যবেক্ষণ করতে পারে। এ ছাড়া এটি শরীরে নড়াচড়া শনাক্তের পাশাপশি হিউম‌্যান-মেশিন ইন্টারফেস হিসেবেও কাজ করত পারে। গবেষকেরা বলেছেন, চশমার ফ্রেম তৈরিতে তাঁরা থ্রিডি প্রিন্টার ব‌্যবহার করেন। এরপর সে ফ্রেমে কান ও চোখের কাছে নমনীয় ইলেকট্রোড যুক্ত করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us