করোনার উপসর্গে মারা যাওয়া স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও আলোচনায়

সমকাল প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৯:০৬

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া স্কুলছাত্র অংকন দত্তকে নির্যাতনের এক ভিডিও আলোচনার জন্ম দিয়েছে।২১ মে শরীরে জ্বর নিয়ে মারা যায় অংকন (১৩)। পরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট আসে নেগেটিভ। এরপরই আলোচনায় আসে একটি ভিডিও। যেখানে দেখা যায় রিজভী নামের এক যুবক শিশু অংকনকে নির্যাতন করছে।এই ভিডিও দেখে অংকনের পরিবার দাবি করেছে, নির্যাতনের কারণে জ্বর এবং ভয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে অংকনের বাবা বিপ্লব দত্ত বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।ঘটনাটি ঘটেছে রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা এলাকায়। অংকন একই এলাকার বাসিন্দা। রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।


মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা তিন দিন জ্বরে ভোগার পর গত ২১ মে সকালে মারা যায় অংকন। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় অংকনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। সাথে তার পরিবার ও প্রতিবেশি ১০ জনের নমুনাও নেয়া হয়। ওইদিনই অংকনের মরদেহ রাজবাড়ী মহাশ্মশানে সমাহিত করা হয়।২৪ মে অংকনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তখন আলোচনায় আসে একটি ভিডিও। ভিডিওতে রিজভী এবং অংকনকেই দেখা গেছে শুধু।


রিজভীর বাড়ি রাজবাড়ী শহরের আটাশকলোনী এলাকায়। গত ১৫ মে তারিখে ভাজনচালা এলাকার একটি পুকুর পাড়ে এই ভিডিওটি করা হয় বলে জানা গেছে।এক মিনিট ছয় সেকেন্ডের ভিডিওর শুরুতেই রিজভী বলছে, আমাদের অন্তু কর্মকার ছোট ছোট পোলাপানদের গাঁজা খাওয়ায়। অনেক টাকা পয়সা তার। এদের মধ্যে আমি একজনকে পাকড়াও করেছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us