ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনায় আক্রান্ত

ইত্তেফাক প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় স্বাস্থ্যকর্মীসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৩ দিনে জেলায় ৩১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩১ জন এ দাঁড়ালো।এছাড়াও করোনার শুরুতেই জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে।


সিভিল সার্জন কার্যালয় জানায়, শুক্রবার (২৯ মে) ঢাকা থেকে আসা রিপোর্টে ১৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তরা হলো জেলা সদর উপজেলার রাধিকা গ্রামের ১ জন, সদর হাসপাতালের ১ জন, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, শহরের মধ্যপাড়ায় ৪ জন, পীরবাড়ি ২ জন, কাজিপাড়া ৩ জন, কলেজপাড়া ১ জন, মুন্সেফপাড়া ১ জন, ভাদুঘর ১ জন, আশুগঞ্জে আলমনগরের ১ জন ও বিজয়নগরের সিংগারবিল গ্রামের ১ জন।


আরও পড়ুনঃ করোনা: দেশে একদিনে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ২৩ সিভিল সার্জন ডা: মো: একরাম উল্লাহ জানান, আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে। এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৩ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৪ জন মহিলা।


এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জনে। এছাড়াও একই সময়ে আরও ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা এখন পর্যন্ত একদিনের হিসেবে সর্বোচ্চ। শুক্রবার (২৯ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ইত্তেফাক/ এমএএম
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us