বিয়ের গয়নার তালিকায় রুপার মাস্ক!

ঢাকা টাইমস প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:৫৩

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। বিভিন্ন অনুষ্ঠান ও বাইরে চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে এমন অবস্থার মধ্যেও অনেকে বিয়ের কাজটি সেরে ফেলছেন। দুই পরিবারের অল্প সদস্য নিয়ে এমন বিয়ে চললেও করোনার কারণে মাস্ক পরা বাধ্যতামূলক। সেই কথা মাথায় রেখেই বিয়ের গয়নার সঙ্গে যুক্ত হয়েছে রুপার তৈরি মাস্ক।

শুনতে অবাক লাগলেও এমনই রুপার মাস্ক তৈরি করেছেন ভারতের কর্ণাটক-মহারাষ্ট্রের সীমান্তবর্তী বেলগাম জেলার অলঙ্কার ব্যবসায়ী সন্দীপ সালগাওকর। করোনা আতঙ্কের আবহে অলঙ্কার হিসাবে এই রুপার মাস্ক ইতিমধ্যেই নজর কেড়েছে অসংখ্য মানুষের। খবর জি নিউজের।

বিয়ের পিঁড়িতে বসা বর-কনের মুখ ঢাকা থাকবে নকশা করা রুপোর মাস্কে। অন্যান্য মাস্কের মতো এটিও ইলাস্টিকের সাহায্যে দু’কানের পাশ দিয়ে মাথার পিছন দিকে বাঁধা থাকবে। ওই অলঙ্কার ব্যবসায়ী জানান, বিয়ের অন্যান্য অলঙ্কারের মধ্যে বর-কনের মুখ ঢাকা থাকবে সাধারণ কাপড়ের মাস্কে, তাও কি হয়! তাই রুপা দিয়ে এই মাস্ক বানানোর কথা মাথায় আসে তার। অলঙ্কার হিসাবে নতুনত্বের চমকে অনেক মানুষ এটিকে পছন্দও করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us