কক্সবাজারে আরো ৫৯ জনের করোনা শনাক্ত

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৯:২৫

কক্সবাজারে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এছাড়া কক্সবাজারের পিসিআর ল্যাবে জেলার বাইরের আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন শনাক্তদের মধ্যে কক্সবাজার জেলার ৫৯ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ জন, লোহাগাড়ার ৮ জন, বান্দরবান সদরের ২ জন, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ জন করে রোগী রয়েছেন।


এছাড়াও বৃহস্পতিবার পুরনো ৬ রোগীর ফলোআপ রিপোর্টও পজেটিভ এসেছে। বৃহস্পতিবারকক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে নতুন আক্রান্ত ৭৬ জন। ৬ জন পুরনো ফলোআপ রোগী। বাকি ১৭১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।  কক্সবাজার জেলায় নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, চকরিয়ায় ৯ জন, উখিয়ায় ৬ জন, টেকনাফে ১ জন ও রামু উপজেলায় ১২ জন রোগী রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us