সকালে ৪০ রুটি, দুপুরে ১০ প্লেট ভাত খাচ্ছেন এই যুবক!

নয়া দিগন্ত প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৮:৩৬

ভারতে পরিযায়ী শ্রমিকরা তাদের নিজেদের রাজ্যে ফিরলে করোনাভাইরাস সংক্রমণ রুখতে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে৷ সরকারি কোয়ারেন্টিনে বহু পরিযায়ী শ্রমিককে রাখা হচ্ছে৷ তেমনই বিহারের বক্সার জেলার একটি কোয়ারেন্টিইন সেন্টারে গিয়ে মাথায় হাত সরকারি কর্মকর্তাদের!

মন্ঝওয়ারির ওই সরকারি কোয়ারেন্টিন সেন্টারে ২৩ বছরের এক যুবক দিনে ৪০টি করে রুটি খাচ্ছেন সকালের নাস্তায়৷ ১০ প্লেট ভাত খাচ্ছেন দুপুরে৷ রাতেও পাহাড় প্রমাণ খাবার৷ কোয়ারেন্টিন সেন্টারের রাঁধুনি সরকারি কর্মকর্তাদের দেখেই বলে দিলেন, 'আমি ক্লান্ত৷'

২৩ বছরের ওই যুবকের নাম অনুপ ওঝা৷ রাজস্থানে শ্রমিকের কাজ করতেন৷ সম্প্রতি বিহারে ফিরেছেন৷ আরো অনেক পরিযায়ী শ্রমিকের সঙ্গেই তিনি রয়েছেন কোয়ারেন্টিনে৷ সম্প্রতি তার খাওয়ার পরিমাণ নিয়ে জেলা প্রশাসনকে খবর দেয় সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us