উত্তর কোরিয়ার দুই ডজনেরও বেশি লোকের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৮:১১

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, দেশের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত উত্তর কোরিয়ার দুই ডজনেরও বেশি লোকের বিরুদ্ধে অবৈধভাবে কমপক্ষে ২৫০ কোটি ডলার অর্থ প্রদানের অভিযোগ করেছে।

ওয়াশিংটনে কেন্দ্রীয় আদালতে দায়ের করা ঐ মামলাটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা বৃহত্তম ফৌজদারি মামলা বলে মনে করা হচ্ছে।৩৩জন অভিযুক্তদের মধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিশ্ব বাণিজ্য ব্যাঙ্কের আধিকারিকরা রয়েছেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ দেয়া হয় এবং অর্থ মন্ত্রনালয়ের নিষিদ্ধ প্রতিষ্ঠানগুলির তালিকাতে যুক্ত করা হয় উত্তর কোরিয়ার ঐ প্রতিষ্ঠানগুলিকে।

অভিযোগপত্র অনুযায়ী, ব্যাংক কর্মকর্তারা যাদের মধ্যে একজন উত্তর কোরিয়ার প্রাথমিক গোয়েন্দা ব্যুরোর দায়িত্ব পালন করেছিলেন থাইল্যান্ড, রাশিয়া ও কুয়েত-সহ বিশ্বের বিভিন্ন দেশে শাখা স্থাপন করে এবং দেশের পারমাণবিক প্রসার কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য ২৫০টির ও বেশী সকোম্পানিকে ব্যবহার করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us