ভারতে পঙ্গপালের আক্রমণে ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস

আরটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ২০:৩৭

ভারতে অন্তত ৫০ জেলায় ফসলি জমিতে পঙ্গপালের আক্রমণে প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস হয়েছে। পঙ্গপালের দল দেশটির যেখানেই যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পঙ্গপালের আক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মাঝে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। পঙ্গপাল তাড়াতে রাজস্থান রাজ্যে ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ভারতের কোনো রাজ্যে এই প্রথম পঙ্গপাল তাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হলো।
এছাড়া মধ্যপ্রদেশেও পঙ্গপাল তাড়াতে ড্রোন ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ড্রোনগুলো দিয়ে ১০ লিটার করে কীটনাশক ছড়ানো যায়। আর এ থেকে একধরনের শব্দ হয় যা পঙ্গপাল তাড়াতে সাহায্য করে।

চলতি বছরের শুরুতে পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া। কৃষি জমি রক্ষায় কেনিয়াও ড্রোন ব্যবহার শুরু করতে যাচ্ছে। আফ্রিকার পর এশিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে পঙ্গপাল আক্রমণ অব্যাহত রেখেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us