ভারতে ঢুকলেই গ্রেফতার, বাতিল হতে পারে নোবেলের ভিসা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৯:৪৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ও ইউটিউবার মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২৫ মে দেশটির ত্রিপুরার এক ব্যক্তি ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় এটি দায়ের করেন। জানা যায়, মামলাটি করেছেন ত্রিপুরার বিলেনিয়ার সুমন পাল। পাশাপাশি সেই অভিযোগের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রক, বাংলাদেশ হাই কমিশন ও ঢাকার ভারতীয় দূতাবাসেও পাঠানো হয়েছে।

মামলার প্রেক্ষিতেই ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ভারতে গেলেই নোবেলকে গ্রেফতার করা হবে। এছাড়া ভারতে তার ভিসা প্রক্রিয়াও বাতিলের আবেদন করা হয়েছে।বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আপাতত নিজের ভিডিও নিয়ে ব্যস্ত আছেন। পরে বিষয়টি নিয়ে ভাববেন।

অভিযোগপত্রে সুমন পাল উল্লেখ্য করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মন্দ মন্তব্য করায় নোবেলের ভারতের ভিসা বাতিল এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করার দাবি করছি। জানান, এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধেও কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছিলেন নোবেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us