ব্যালন ডি'অরের জন্য পাগল নই : এমবাপে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৫:৪৭

স্রেফ ব্যালন ডি'অর আর বিপুল অর্থের লোভে বার্সেলোনা থেকে রেক্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সেই ভুল ভাঙার পর এখন আবার তিনি বার্সায় ফিরতে চাইছেন। তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমপাবেই দেখুন কতটা আলাদা। তিনি মোটেও ব্যালন ডি'অরের জন্য পাগল নন।

অবশ্যই তিনি ভবিষ্যতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখেন, তবে এর জন্য পাগলের মতো যে কোনো কিছু করতে রাজি নন তিনি।

সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ফরাসি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড মিররকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, 'পুরস্কারটি জিততে পারলে দারুণ হবে, কিন্তু এটা এমন কিছু নয় যে আমি রাতে ঘুমাতে পারি না। আমি এমন মনে করি না যে এটা আগামী বছর বা পরের বছরই আমাকে জিততে হবে। এর জন্য আমি কোনো সময় বেঁধে দেইনি। আমি সব সময় পিএসজি ও জাতীয় দলকে প্রাধান্য দিই। এরপর আমার পারফরম্যান্স থেকে যদি ব্যক্তিগত সম্মান আসে, তাহলে তা হবে বাড়তি পাওয়া।' ২০০৮ সাল থেকে ব্যালন ডি’অরে আধিপত্য করে আসছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us