নানা কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যেতে থাকে। তাছাড়া ত্বকে ব্রণ ও ব্রণের দাগ দেখা দেয়। এতে সময়ের আগেই দেখা দেয় বার্ধক্য। রোদ, ধুলাবালি কিংবা সঠিক যত্নের অভাবে ত্বকে বলিরেখা পড়ে। অনেকেই বিভিন্ন রকম প্রসাধনী ত্বকে ব্যবহার করেন। যা হিতে বিপরীত ফলাফল দেখায়।
তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। যা ত্বকের কোনো ক্ষতি ছাড়াই সব সমস্যা থেকে মুক্তি দেবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ঘরোয়া দুটি কার্যকর পদ্ধতি সম্পর্কে- পেঁয়াজ ও মধু একটি পাত্রে ১ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে আধা চা চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে নিন।
এবার শুকিয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে ত্বকের বলিরেখা দূর হবে ও জৌলুস বাড়বে। দই ও লেবুর রস একটি পাত্রে ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ৪ টেবিল চামচ দই মেশান।