ত্রিপুরায় করোনা সন্দেহে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশিত: ২৭ মে ২০২০, ২২:০৪
ভারতের ত্রিপুরা রাজ্যের সিদাই থানার গোপালপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে লোকমান হোসেন নামের বাংলাদেশি এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে ধর্মঘর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের লাশ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু বিএসএফ লোকমানের মৃত্যুর কোনো কাগজপত্রের দিতে রাজি না হওয়ায় লাশ গ্রহণ করেনি বিজিবি। লোকমান হোসেন মাধবপুর উপজেলার মালনচপুর গ্রামের মৃত আ. হাসিমের ছেলে।৫৫ বিজিবি সহকারী পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানান, লোকমান হোসেন গত ২৪ মে ধর্মঘর-মোহনপুর সীমান্তে দিয়ে ত্রিপুরার সিদাই থানার গোপালপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যান। সেখানে তাকে করোনা রোগী সন্দেহে পিটিয়ে সীমান্তের কাছে ফেলে রাখে এলাকাবাসী। খবর পেয়ে সিদাই থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে চিঠি দেয় বিজিবি। বুধবার বিকেলে মোহনপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ লোকমানের মৃত্যুর কোনো কাগজপত্র দেওয়ায় বিজিবি তার লাশ গ্রহণ করতে রাজি হয়নি।