দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যু বেড়ে ৮

সময় টিভি প্রকাশিত: ২৭ মে ২০২০, ২১:২৯

দিনাজপুরের বিরামপুরে দিনাজপুরের বিরামপুরে হোমিওপ্যাথি’র ওষুধ হিসেবে বিক্রি করা বিষাক্ত অ্যালকোহল পান করা আরো তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। নতুন করে মারা যাওয়া তিন জনের নাম তাপস, মনোয়ার ও সোহেল। বুধবার (২৭ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এর আগে সকালে পৌর এলাকায় মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু খবর পাওয়া যায়। এ ঘটনায় এরিমধ্যে আটক করা হয়েছে গ্রাম্য হোমিও ডাক্তার আব্দুল মান্নানকে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঈদের পর দিন তারা হোমিও ডাক্তার আব্দুল মান্নানের কাছ থেকে চিকিৎসার জন্য ওষুধ নিয়ে আসেন। কিন্তু সে ওষুধ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকালে আব্দুল মতিন, আজিজুল, মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে স্বামী শফিকুল ও স্ত্রী মঞ্জুআরা নামের আরো দুইজনের মৃত্যু হয়। আর রাতে আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us