করোনা ভাইরাসের ধস থেকে সদস্য দেশগুলোকে টেনে তুলতে ৭৫০ বিলিয়ন ইউরোর পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয়ান কমিশন। গতকাল এই পরিকল্পনার খবর প্রকাশের পর পরই ডলারের বিপরীতে শক্তিশালী হয়ে ওঠে ইউরোর মূল্যমান। খবর : রয়টার্স।
নতুন পুনরুদ্ধার পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন বাজার থেকে ৭৫০ বিলিয়ন ইউরো ধার করবে এবং তা সদস্য দেশগুলোর মধ্যে বিলিয়ে দেবে। এই অর্থের বড় অংশই যাবে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই দেশ স্পেন ও ইতালিতে। দেশ দুটিকে সাহায্য ও ঋণ হিসেবে মোট ৩১৩ বিলিয়ন ইউরো দেয়া হবে।