সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ট্রলের শিকার হন খালেদ মাহমুদ সুজন। অনেকেই তাঁকে গতিদানব বলে ডাকেন। অনেকে আবার গদা বলেও ডাকেন। বিষয়টি নিঃসন্দেহে সাবেক এই ক্রিকেটারের জন্য বিব্রতকর। কিন্তু বিব্রত হওয়া তো দূরের কথা, এসব ট্রল দেখেনই না বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম খুব একটা ব্যবহারও করেন না বলেও জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদের ইউটিউব লাইভে এমনটাই বলেছেন খালেদ মাহমুদ। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে লাইভে প্রশ্ন করা হয়, ‘আপনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নামে ট্রল করা হয়, গতিদানব বলা হয়। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?’
জবাবে সুজন বলেন, ‘আসলে যাঁরা বলেন, তাঁদের ওপর তো আর আমার নিয়ন্ত্রণ নেই। আমি নিয়ন্ত্রণের বাইরের কোনো কিছুকেই নিয়ন্ত্রণ করতে চাই না। এটা আমার ক্রিকেট অভিধানে নেই। আমি এসব নিয়ে মাথা ঘামাই না। কারা বলেন, আমি জানি না। আমি আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে ততটা অ্যাকটিভ নই। দেখা হয় না বললেই চলে। আমার বন্ধুরা বলে, এই করে সেই করে। কারা বলেন? আমি জানিও না।’
যাঁরা গতিদানব বলেন, তাঁদের উদ্দেশে খালেদ মাহমুদ বলেন, ‘আমি কখনই ফাস্ট বোলার ছিলাম না। কিন্তু একদম কম গতিতেও বল করিনি। আমার ১৩৭ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড আছে। এ ছাড়া ১৩৩/১৩৪-এ বল করেছি। সব সময়ই মিডিয়াম পেসার। আমি কোনো সময় বলিনি আমি ফাস্ট বোলার। মাঝখানে এসে চেঞ্জ বোলার হিসেবে বল করেছি। বলে বৈচিত্র্য আনা আর কারুকাজ করার দরকারই ছিল বেশি। আমার কোনো অভিযোগ নেই। যাঁরা বলার, তাঁরা বলবেন।’