কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে যাত্রীদের উপচে পড়া ভিড়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৪:৩৭

ঈদের ছুঁটির শেষে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে করোনার ঝুঁকি নিয়েই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থল রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার (২৭ মে) ভোরের আলো ফুটতে না ফুটতেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ভোরে ঝড়-বৃষ্টির কারণে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ঘাটের একাধিক সূত্র জানায়, বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গণপরিবহন বন্ধ থাকয় বিভিন্ন ছোট যানবাহনে করে কাঁঠালবাড়ি ঘাটে আসছেন যাত্রীরা। তবে ঘাট পর্যন্ত আসতে যাত্রীদের গুনতে হচ্ছে দেড় থেকে দ্বিগুণ ভাড়া।

সরেজমিন ঘাটে গিয়ে দেখা যায়, এই নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিগুলো যানবাহন পারাপারের পাশাপাশি যাত্রী পারাপারে হিমশিম খাচ্ছে। তবে ঘাটে মানুষের যাতায়াত দেখে মনে হয়নি যে, করোনাভাইরাসের কারণে মানুষের চলাচলে কোনো বাধা-নিষেধ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us