পাহাড়ি জেলা রাঙামাটির অন্যতম দূর্গম উপজেলার নাম জুরাছড়ি উপজেলা। আদমশুমারী অনুযায়ী এই এলাকায় প্রায় ২৫ হাজার মানুষের বসবাস। তবে বেসরকারি হিসাব মতে এর সংখ্যা আরো বেশি। জেলা সদরের সঙ্গে উপজেলাটির যোগাযোগের অন্যতম মাধ্যম হলো নৌ-পথ।
এই উপজেলাটি চারটি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই উপজেলার ইউনিয়নগুলো অত্যন্ত দূর্গম এবং গিরিপথ নিয়ে গঠিত। এর মধ্যে দুমদুম্যা ইউনিয়নটি এই উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং দূর্গম এলাকা। উপজেলা সদরের সঙ্গে এই ইউনিয়নটির যোগাযোগের অন্যতম মাধ্যম হলো নৌ-পথ। আ
র যোগাযোগের জন্য পানি পথে বরকল উপজেলার ঠেগামুখ হয়ে স্থানীয়দের পাড়ি দিতে হয় প্রায় ২শ কিলোমিটার। এজন্য এলাকাটির বাসিন্দাদের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগে সময় লেগে যায় প্রায় তিনদিনের কাছাকাছি। আর কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে পায়ে হেঁটে কঠিন গিরিপথ মাড়িয়ে তবে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয়।