সাম্প্রতিক সময়ে স্যাটেলাইটের কিছু ছবিতে রাখাইনের বর্তমান পরিস্থিতি উঠে এসেছে। এসব ছবিতে দেখা গেছে যে, রাখাইনে প্রায় ২শ বাড়ি এবং আরও বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্যাটেলাইটের এসব ছবি চলতি সপ্তাহের।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে প্রায় ২শ বাড়ি এবং ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাখাইনের লেট কার গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গত কয়েক বছরে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে। অভিযানের নামে সেখানে বেসামরিকদের হত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রাখাইনে জরুরি ভিত্তিতে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সেখানে কি ঘটছে তা খুঁজে বের করা দরকার। একই সঙ্গে যারা এর জন্য দায়ী তাদের শাস্তির আওতায় আনতে হবে।