করোনার টিকা তৈরির তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টায় হ্যাকাররা!
প্রকাশিত: ২৭ মে ২০২০, ০৯:১৭
করোনাভাইরাস মহামারির সময়ে স্বাস্থ্যসেবা এবং গবেষণা প্রতিষ্ঠানে সাইবার হামলা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন ৪০ জনের বেশি বিশ্বনেতা।
মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চলমান সাইবার হামলাকে মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে, হামলা বন্ধে সংশ্লিষ্ট দেশগুলোকে তাৎক্ষণিক এবং কার্যকর ভূমিকা নেওয়ার ওপর জোর দেওয়া হয়। পুরো বিশ্ব প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত। গবেষক এবং বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া, ঠিক তখন বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের ওপর সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, করোনার টিকা তৈরির গবেষণার তথ্য হাতিয়ে নিতেই নানা চেষ্টা চালাচ্ছে গুপ্তচর সংস্থাগুলো। যদিও এসব হামলার কারণে কোনো প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এর ফলে চলমান মহামারি ঠেকানোর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এ অবস্থায় করোনা মহামারির সময় স্বাস্থ্য সেবা এবং মেডিকেল গবেষণা প্রতিষ্ঠানে সাইবার হামলা বন্ধের দাবি করে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা।