সিরাজগঞ্জে নৌকাডুবি: শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০

সমকাল প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৭:০৮

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন বছরের এক শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। মঙ্গলবার দুপুর ২টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের বাড়ি বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামে। তার নাম পাষান আলী (৬৫)। অপর শিশুটির পরিচয় জানা যায়নি। তার মা-বাবাও নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ধান কাটার শ্রমিক। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ কাজ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us