রাজধানীতে ১৪ হাজার করোনা রোগী, বেশি মহাখালীতে

নয়া দিগন্ত প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৬:২১

রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শহরটিতে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন। তবে ঢাকার বাকি উপজেলাগুলো মিলে জেলায় মোট রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৯২ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) ২৫ মে'র তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

ঢাকার ভেতর সবচেয়ে বেশি রোগী রয়েছে মহাখালীতে এলাকায়। সেখানে মোট রোগী শনাক্ত হয়েছে ৩৩৭ জন। এরপরে যাত্রাবাড়ীতে শনাক্ত হয়েছে ৩০৭ জন আর কাকরাইলে শনাক্ত হয়েছে ২৯৮ জন। দুইশর বেশি রোগী পাওয়া গেছে মুগদায় (২৯৫, মোহাম্মদপুরে (২৮০), রাজারবাগ (২১৩), উত্তরায় (২১১), মিরপুরে (২০৭)। বেশি রোগী রয়েছে মগবাজারে (১৯৭), তেজগাঁয়ে (১৭৭) লালবাগে (১৬২), খিলগাঁয়ে (১৫০) ধানমণ্ডিতে (১৪৯), বাবু বাজার এলাকায় (১৪৩), মালিবাগে (১৩১), বাড্ডায়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us