করোনাকালে ঘোষিত অর্থনৈতিক পরিকল্পনার বিরুদ্ধে ইকুয়েডরে বিক্ষোভ
প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৪:১৮
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে ঘোষিত সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতিবাদে ইকুয়েডরের রাজপথে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী কুইটোর রাজপথে নেমে আসে প্রায় দুই হাজার বিক্ষোভকারী। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট যে অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন তাতে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি বন্ধ এবং সরকারি চাকুরিজীবীদের বেতন কেটে নেওয়ার কথা বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী ইকুয়েডরে প্রায় ৩৭ হাজার মানুষের ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে আর মৃত্যু হয়েছে প্রায় দুই হাজার মানুষের।
গত সপ্তাহে ইকুয়েডরের প্রেসিডেন্ট জানান, মহামারির কারণে ইতোমধ্যে দেড় লাখ মানুষ চাকরি হারিয়েছে। বাধ্য হয়ে বেতন কমানোর ঘোষণা দিতে হচ্ছে বলে দাবি করেন তিনি।রবিবার সামাজিক বিভিন্ন সংস্থা ও ট্রেড ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিক্ষোভে মাস্ক পরে এবং পতাকা নিয়ে যোগ দেয় হাজার হাজার মানুষ।