৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে সচল করার নির্দেশ মমতার

প্রথম আলো প্রকাশিত: ২৬ মে ২০২০, ১২:২৫

ছয় দিনেও পুরোপুরি সচল হয়নি ঘূর্ণিঝড় আম্পান-বিধ্বস্ত কলকাতা। শহরের বহু স্থান এখনো অচল। আম্পানের আঘাতের চিহ্ন কলকাতার সর্বত্র। কলকাতাকে পুরোপুরি সচল করতে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনী-দপ্তর-সংস্থার প্রায় আড়াই লাখ সদস্য। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে পুরোপুরি সচল করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আম্পান এত জোরে আঘাত হেনেছে যে, তার ক্ষত সারাতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও তার পড়ে আছে। কলকাতার একাংশজুড়ে পানি ও বিদ্যুতের জন্য হাহাকার চলছে। টেলিফোন ও ক্যাবলের তারও শহরের সর্বত্র ছিড়ে পড়ে আছে। টেলিভিশন দেখতে না পেরে অনেকেই খবরাখবর ও বিনোদন থেকে বঞ্চিত।

কলকাতাকে পুরোপুরি সচল করতে জোরালো চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। সেনাবাহিনী, জাতীয় উদ্ধার বাহিনী , পুলিশসহ রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মী ও স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

কলকাতাকে সচল করতে মমতা বন্দোপাধ্যায় তৎপর। গতকাল ঈদুল ফিতরের দিন মুখ্যমন্ত্রী মমতা রাজ্য সচিবালয় নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন জেলা প্রশাসক ও প্রতিটি দপ্তরের মুখ্য সচিবদের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়সহ রাজ্যের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us