ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যাপারে হরভজনের গুরুতর অভিযোগ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মে ২০২০, ০৯:১৭

বয়সের কাঁটা আগামী জুলাইয়ে ছুবে ৪০, তবু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছা রয়েছে ভারতের অফস্পিনার হরভজন সিংয়ের। তবে এক্ষেত্রে তার সবচেয়ে বড় বাধার কারণ বয়স কিংবা পারফরম্যান্স নয়, খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

হরভজনের অভিযোগ খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং যোগ্যতাকে মানদণ্ড হিসেবে দেখেন না বিসিসিআইয়ের নির্বাচকরা। যে কারণে তিনি যত ভালো ফর্মেই থাকেন না কেন, আন্তর্জাতিক মঞ্চে ফেরার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন হরভজন।

বৃহস্পতিবার (২৬ মে) প্রকাশিত হবে হরভজনের এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। তার আগে চুম্বকাংশ প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানেই উঠে এসেছে হরভজনের অভিযোগের বিষয়টি। ভারতের হয়ে সবশেষ ২০১৬ সালের এশিয়া কাপে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হরভজন। তার দাবী এরপর থেকে নিজেকে ফিট এবং ফর্মের প্রমাণ দিয়েও জাতীয় দলে সুযোগ পাননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us