ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে কেনাকাটা। তবে এবারের ঈদ ব্যতিক্রম। নভেল করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে অনেকেই ঈদ শপিং করেননি। আর যাদের সামর্থ্য নেই, তাদের কাছে ঈদ যেন অসহায়ত্বের বার্তা। এমনই অসহায় দরিদ্র, ভাসমান পথ শিশু ও প্রতিবন্ধীদের ঈদ উপহার দিয়েছেন রংপুরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।