আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি ৫টি দেশের সমর্থন ব্যক্ত

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৮:৫০

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ঘনিষ্টভাবে জড়িত ৫টি দেশ, যৌথ বিবৃতিতে তালিবানদের দেয়া ঈদ যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়ে সকল পক্ষকে শান্তির লক্ষ্যে, তা ব্যবহার করার আবেদন রেখেছে I

যৌথবিবৃতিতে স্বাক্ষরদানকারী দেশসমূহ,কাতার,জার্মানি, ইন্দোনেশিয়া,নরওয়ে এবং উজবেকিস্তান রবিবার জানায়, আফগানিস্তানের সংঘাত বন্ধে এবং দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে,আমরা সকল পক্ষকে আগামী দিন ও সপ্তাহগুলিতে বিলম্ব না করে আন্তঃ আফগান শান্তি আলোচনায় আরো ভূমিকা রাখবার অনুরোধ জানাচ্ছি I

তালিবানদের ঈদ যুদ্ধবিরতির জবাবে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ২০০০ তালিবান যোদ্ধাদের মুক্তি দিয়ে তাঁর নিজস্ব যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন I স্বাক্ষরদানকারী দেশগুলি বহুদিন ধরে শান্তির লক্ষ্যে সেখানে ভূমিকা রাখার প্রয়াস চালাচ্ছে I
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us