মেক্সিকো সিটির উত্তরে নির্মাণাধীন বিমানবন্দরের কাজ করতে গিয়ে ৬০টি বিশালাকার ম্যামথের হাড় উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রত্নতত্ত্ববিদরা বলছেন, এটি মানুষের তৈরি একটি ফাঁদের কাছে আবিষ্কার করা হয়েছে। গত বছর ওই ফাঁদে এক ডজনেরও বেশি ম্যামথের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। এ আবিষ্কারের ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগে যেমন মনে করা হয়েছিল মানুষ তার চেয়ে বেশি বুদ্ধিমান এবং ম্যামথগুলো আরো অবিচক্ষণ ছিল। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির প্রত্নতাত্ত্বিক পেড্রো সানচেজ নাভা বলেন, ‘এখানে আরো শতশত প্রাণী রয়েছে।’ গত অক্টোবরে পুরোনো সামরিক বিমানবন্দরকে বেসামরিক বিমানবন্