প্রিমিয়ার লিগে করোনায় আক্রান্ত এখন আট জন

বার্তা২৪ প্রকাশিত: ২৪ মে ২০২০, ২১:৫১

নতুন করে ইংলিশ প্রিমিয়ার লিগে আরো দুজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন ফুটবলার আবার বোর্নমাউথের। তবে তার পরিচয় জানানো হয়নি। এনিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে আট জন করোনায় পজিটিভ হলেন। এফসি বোর্নমাউথের কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯ এ আক্রান্ত ফুটবলারের পরিচয় প্রকাশ করা হবে না। তবে তাকে এখন সাত দিনের স্বেচ্ছা-অন্তরণে থাকতে হবে।

অন্য ক্লাবের আরেক জন খেলোয়াড় নতুন করে করোনায় পজিটিভ হলেও তার নাম ঠিকানা জানানো হয়নি। গত সপ্তাহের মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার করোনা পরীক্ষা করা হয়। খেলোয়াড়, কোচ ও ক্লাব স্টাফ মিলিয়ে ৯৯৬টি করোনা টেস্ট করা হয়। অন্য দিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপের একই ক্লাবের দুজন করোনায় পজিটিভ ধরা পড়েছেন। ৭২ ঘণ্টায় চ্যাম্পিয়নশিপের ২৪টি ক্লাবের ১০১৪টি করোনা টেস্ট করা হয়েছে। তাতেই দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রথম ধাপে প্রিমিয়ার লিগের ১৯ ক্লাবের সব মিলিয়ে করোনা পরীক্ষা হয় ৭৪৮টি। তাতে তিন ক্লাবের ছয় জনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। ওয়াটফোর্ডের ডিফেন্ডার আদ্রিয়ান মারিয়াপ্পা ও বার্নলির সহকারী কোচ ইয়ান ওয়ান পজিটিভ ধরা পড়েন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us